Wednesday, December 23, 2015

বিনিময়

বিনিময়ে কিছুই তো চাইনি,
ভালবাসা তোমার পায়ে ফেলে,
অবহেলা বুঝি এমনই হয়
উপহার আমার মন জুড়ে ।
এভাবে আমাকে না কাঁদালেও পারতে
ফিরিয়ে দিতে শুরুতে…
আমার আকাশ তোমার মেঘে বৃষ্টি বুকে জমিনে লেপে
মেঘ সরিয়ে দাও চিনিয়ে মুক্তি আমায় বরষা থেকে
ভালবাসা যদি নাইবা পারো দিতে
দাও ভুলে যাওয়ার অধিকার…
এভাবে আমাকে না কাঁদালেও পারতে
ফিরিয়ে দিতে শুরুতে…



এই গানটি Download করতে এখানে ক্লিক করুন

Tuesday, December 22, 2015

আমার সোনার হরিণ চাই

তোরা যে যা বলিস ভাই
আমার সোনার হরিণ চাই
মনোহরণ চপলচরণ
সোনার হরিণ চাই
সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়
যায়না তারে বাঁধা
সে যে নাগাল পেলে পালায় ঠেলে
লাগায় চোখে ধাঁধা
আমি ছুটবো পিছে মিছে মিছে
পাইবা নাহি পাই
আমি আপন-মনে মাঠে বনে
উধাও হয়ে ধাই।
তোরা যে যা বলিস ভাই
আমার সোনার হরিণ চাই
মনোহরণ চপলচরণ
সোনার হরিণ চাই।
তোরা পাবার জিনিষ হাতে কিনিস
রাখিস ঘরে ভরে
যারে যায়না পাওয়া তারই হাওয়া
লাগলো কেনো মোরে
আমার যা ছিলো তা গেলো ঘুচে
যা নেই তার ঝোঁকে
আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি
মরি তারই শোকে?
আমি আছি সুখে হাস্যমুখে
দুঃখ আমার নাই
আমি আপন-মনে মাঠে বনে
উধাও হয়ে ধাই।
তোরা যে যা বলিস ভাই
আমার সোনার হরিণ চাই
মনোহরণ চপলচরণ
সোনার হরিণ চাই


এই গানটি Download করতে এখানে ক্লিক করুন

Sunday, December 20, 2015

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

আমি    তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ   সুরের বাঁধনে--
          তুমি জান না, আমি তোমারে পেয়েছি   অজানা সাধনে॥
          সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
              সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ--
                   তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
                        রঙিন ছায়ার আচ্ছাদনে॥
          তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি।
              বাঁশরি বাজাই ললিত-বসন্তে,   সুদূর দিগন্তে
                   সোনার আভায় কাঁপে তব উত্তরী
                        গানের তানের সে উন্মাদনে॥

 এই গানটি Download করতে এখানে ক্লিক করুন

 

Thursday, December 17, 2015

তুমি কোন্ কাননের ফুল

লিখেছেন ;- রবিন্দ্রনাথ ঠাকুর

তুমি কোন কাননের ফুল, কোন গগণের তারা।
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা!!
কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিল, ভুলে গিয়েছি,
শুধু মনের মধ্যে জেগে আছে ঐ নয়নের তারা!!
তুমি কথা কয়োনা, তুমি চেয়ে চলে যাও,
এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে,
চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দুটি তারা, ঢালুক কিরণধারা!!

 এই গানটি Download করতে এখানে ক্লিক করুন

বধু কোন আলো লাগলো চোখে

লিছেন ;- রবিন্দ্রনাঠাকুর  

বধু কোন আলো লাগলো চোখে
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে।
ছিলো মন তোমারি প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি,
ছিলো মর্মবেদনাঘন অন্ধকারে-
জন্ম-জনম গেলো বিরহশোকে।

অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে,

সঙ্গীতশূন্য বিষণ্ণ মনে
সঙ্গীরিক্ত চির দুক্ষ-রাতি
পোহাবে কি  নির্জনে শয়ন পাতি।
সুন্দর হে, সুন্দর হে,
বরমাল্যখানি তব আনো বহে, তুমি আনো বহে।
অবগুণ্ঠনছায়া ঘুচায় দিয়ে
হেরো লজ্জিত স্ফিতমুখ শুভ আলোকে।।
বধু কোন আলো লাগলো চোখে।। 

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

"আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে"---
 লিখেছেন : - রবীন্দ্রনাথ ঠাকুর_____.

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
বাহির-পানে চোখ মেলেছি,
আমার হৃদয়-পানে চাই নি ॥
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে,
আমি তোমার কাছে যাই নি ॥
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়--
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি ॥
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে . . . . . . . . .


এই গানটি Download করতে এখানে ক্লিক করুন

আমার পরানো যাহা চাই

 আমার ও পরান ও যাহা চায় .                                    Amar Porano Jaha Chai
লিখেছেন :- রবীন্দ্রনাথ ঠাকুর ,                                   Writter :-  Rabindranath Tagore

আমার ও পরান ও যাহা চায়                                    Amar porano Jaha Chai ,
তুমি তাই , তুমি তাই গো                                        Tumi tai , Tumi Tai goo.                           

আমার ও পরান ও যাহা চায়                                    Amar porano Jaha Chai ,
তোমা ছাড়া আর এ জগতে                                      Toma Chara ar a jogote , Mor keho nai Kichu Nai go.
মোর কেহ নাই কিছু নাই গো                                   Amar porano Jaha Chai ,
আমার ও পরান ও যাহা চায়                                   Tumi shukho jodi Nahi Pao ,
তুমি সুখ ও যদি নাহি পাও                                       Jao Shukhero sondhane Jao . (Repeat)
যাও সুখের ও সন্ধানে যাও …(২ বার)                       Ami Tomare Peyechi Hidoy o Majhe ,
আমি তোমারে পেয়েছি হৃদয় ও মাঝে                        Aro Kichu Nahi Chai, go
আর ও কিছু নাহি চায় গো ও                                   Amaro Porano Jaha Chai,
আমার ও পরান ও যাহা চায়                                   Tumi Tai Tai go .
তুমি তাই তুমি তাই গো                                         Amaro porano jaha chai .
আমার ও পরান ও যাহা চায়                                  Ami tomaro birohe
আমি তোমার ও বিরহে                                         Rohibo biline o
রহিব বিলীন ও                                                    Tomate koribo bash,
তোমাতে করিব বাস                                             Dirgho dibosho Dirgho Rojoni .
দীর্ঘ দিবস ও , দীর্ঘ রজনি                                      Dirgho Borosh o Mash (Repeat)
দীর্ঘ বরস ও মাস … (২ বার)                                 Jodi Ar o kare Valobasho,
যদি আর ও কারে ভালবাসো                                  Jodi ar  o Fire nahi aso,
যদি আর ও ফিরে নাহি আসো … (২ বার)               tobe tumi jaha chao,
তবে তুমি যাহা চাও                                             tai jeno pao,   
তাই যেন ও পাও                                                Ami joto dukkho pai go ,
আমি যত ও দুঃখ পাই গো                                   amar o poran ojaha chai.
আমার ও পরান ও যাহা চায়                               Tumi tai , Tumi Tai goo.       
তুমি তাই তুমি তাই গো                                      Amar porano Jaha Chai , 
আমার ও পরান ও যাহা চায়                               toma chara ar a jogote,
তোমা ছাড়া আর এ জগতে                                 mor keho nai kichu nai go,
মোর কেহ নাই কিছু নাই গো                              amar poran o jaha chai.
আমার ও পরান ও যাহা চায়
 =======

এই গানটি Download করতে এখানে ক্লিক করুন