Thursday, December 17, 2015

তুমি কোন্ কাননের ফুল

লিখেছেন ;- রবিন্দ্রনাথ ঠাকুর

তুমি কোন কাননের ফুল, কোন গগণের তারা।
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা!!
কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিল, ভুলে গিয়েছি,
শুধু মনের মধ্যে জেগে আছে ঐ নয়নের তারা!!
তুমি কথা কয়োনা, তুমি চেয়ে চলে যাও,
এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে,
চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দুটি তারা, ঢালুক কিরণধারা!!

 এই গানটি Download করতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment